বাসস্থানে আগুন লাগলে প্রধান ১০টি করণীয়:


বাসস্থানে আগুন লাগলে প্রধান ১০টি করণীয়:
বাসস্থানে আগুন লাগলে প্রধান ১০টি করণীয়:

বাসস্থানে , কলকারখানায়, গার্মেস ইত্যাদি স্থানে হঠাৎ করে কোন সমস্যার কারণে আগুন ধরে যায়। ফলে আমরা নানা সমস্যায় পড়ে যায়। এতে নিজের সচেতনতা হারিয়ে ফেলি। কিভাবে বাচাঁব সেই আগুন থেকে নিজেকে , এতে আমরা সবাই ছুটাছুটি করি এক সাথে । ফলে কেউ বাচাঁতে পারে না বা অনেকে আহত হয়ে পড়ে। তাই আজকে আপনাদের সাথে শিয়ার করছি বাসস্থানে আগুন লাগলে প্রধান ১০টি করণীয় :
/ প্রথমে আগুনের উৎপত্তি কোথায় এবং সত্যিই আগুন লেগেছে কিনা জানার চেষ্টা করুন অযথা চিৎকার না করে প্রাথামক অবস্থাতেই আগুন নেভনোর চেষ্টা করুন
/ প্রাথামিক অবস্থাতেই নিরাপত্তা কর্মী ফায়ার সার্ভিসকে খবর দিন এবং একই সঙ্গে আগুনের সুচনাতেই অগ্নিস্ফুলিঙ্গের উপর পানি নিক্ষেপ করুন
/ তেল জাতীয় আগুনে কম্বল,কাথাঁ, বস্তা বা মোটা কাপড় ভিজিয়ে চাপা দিন
/ বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন
/ পরনের কাপড়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিন, ভুলেও দৌড়াবেন না তাতে আগুন বেড়ে যাবে
/ আগুন লাগা নিশ্চিত হলে পর্যায়ক্রমে ধীরে সুস্হে নেমে আসুন হুরোহুড়ি করে নামবেন না
/ আগুন উর্দ্বোমূখী তাই যে তলা আগুন লাগবে সে তলার লোকজনকে বের হয়ে আসার সুযোগ দিন
/ উপরের তলার পর নীচের দিকের তলার লোকজনকে বের হয়ে আসার সুযোগ দিন
/ কোন বাড়িতে বা বাসাই ইত্যাদি স্থানে আগুন ধরলে , আগুন নিভানোর জন্য বালতি  কিংবা গামলা নিয়ে  সহযোগিতাই এগিয়ে আসুন 
১০/ আগুনের বিস্তার রোধ করুন আশেপাশের দাহ্য বস্তু সরিয়ে নিন
উপরোক্ত করণীয় ছাড়াও আরো অনেক করণীয় রয়েছে । যা আপনারা বিভিন্ন পাঠপুস্তক থেকে শিখতে পারেন। আপনাদের সাথে প্রধান করণীয়গুলি শিয়ার করেছি।

মন্তব্যসমূহ