বার্ষিক ইসলামি সম্মেলন- ২০২৩ ইং
আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ,
=========================
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, "আনন্দ বাজার একতা সংঘ" ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৩ ইংরেজি রোজ সোমবার দক্ষিণ পূর্ব মেখল "আনন্দ বাজার ঈদগাহ সংলগ্ন ময়দান " প্রাঙ্গনে ২০ তম ইসলামী সম্নেলন।
.
উক্ত ইসলামী সম্মেলনে বহু দেশবরেণ্য ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদসহ সর্বস্তরের শিক্ষানুরাগী, গণ্যমান্য, সমাজ সচেতন ও পদস্ত ব্যক্তিবর্গদের আমন্ত্রণ করা হয়েছে।
অতএব, মাহফিলকে সফল ও স্বার্থক করতে দোয়া কামনা করেছি । উক্ত মাহফিলে আপনি/আপনার উপস্থিতি ও সার্বিক সহযোগিতায় আয়োজকদের অনুপ্রাণিত করবে- ইনশাআল্লাহ ।
সার্বিক যোগাযোগ :-
-----------------------------------
১/ মোঃ আব্দুর রহিম,
সভাপতি। ০১৮১৪-৭২৯৭৮৭.
২/ মোঃ নেজাম সায়িদ,
সহ- সভাপতি। ০১৮১২-৯৬৬৬৭৮.
৩/ মোঃ ফারুক,
সিনঃ সহ সাধারন সম্পাদক। ০১৮৭৫-২৭৩২৩৭.
৪/ মোঃ ফয়সাল জুয়েল,
সাধারন সম্পাদক। ০১৮১১-১৮৭০৫৫ .
৫/ মোঃ এমদাদ হোসেন বাবলু,
অর্থ সম্পাদক। ০১৮২৭-০০৬৫৫২.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন